প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ০০:০০
পঙ্গু লোকটিও আসলেন টিকা নিতে
অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বাসিন্দা এই পঙ্গু লোকটি গতকাল মৈশাদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কেন্দ্রে আসেন করোনার ভ্যাকসিন (টিকা) নিতে। তার দু পায়ের হাঁটুর নিচের অংশ নেই। একটি সিএনজি অটোরিকশায় করে যখন এই পঙ্গু লোকটি কেন্দ্রের সামনে আসলেন, তখন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনসহ অন্যরা এগিয়ে যান তাকে নামিয়ে আনার জন্যে। ছবিতে সে দৃশটিই দেখা যাচ্ছে।