প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
বর্তমানে দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে ও শোকের মাস আগস্ট মাসে অক্সিজেন সঙ্কট মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনা আক্রান্ত রোগীদের পাশে এসে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের পরিচিত জনপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
গত ৫ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা বাজারে ও হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে নেতা-কর্মীদের মাঝে ২০টি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে টেলি কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
তিনি এ সময় বলেন, দিন দিন চাঁদপুরে করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। চাঁদপুর সদর ও হাইমচরে কোনো করোনা রোগী যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সে জন্যে আমাদের অক্সিজেন সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। আমি পর্যায়ক্রমে চাঁদপুর সদর ও হাইমচরে মোট ২০ অক্সিজেন সিলিন্ডার দিবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিার নির্দেশে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অক্সিজেন সিলিন্ডার বিতরণের সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান, ২নং উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানাউল্লা বেপারী, আওয়ামী লীগ নেতা মোঃ হাবিব আখন, শাহ আলম বেপারী, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী, চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ রাজু বরকন্দাজ, মৎস্যজীবী লীগ নেতা জাকির হোসেন খানসহ আওয়ামী লীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।