বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

বৃহস্পতিবার শনাক্ত ২৬০ ॥ করোনায় মৃত্যু ৫
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

৫ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর জেলায় ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা আরো পাঁচজন বেড়েছে। পাঁচজনের মধ্যে চারজন পূর্বে মারা যাওয়া। যাদের নমুনা রিপোর্ট বৃহস্পতিবার পজিটিভ আসে। আর বৃহস্পতিবার শাহরাস্তির একজন করোনা পজিটিভ মারা গেছেন।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৮ শতাংশ।

শনাক্ত হওয়া ২৬০ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ১২০, মতলব উত্তর ১১, ফরিদগঞ্জ ২২, হাজীগঞ্জ ২৬, মতলব দক্ষিণ ২২, শাহরাস্তি ১৫ ও হাইমচরে ৪৪ জন। নতুন এই ২৬০ জনসহ মোট আক্রান্ত হলো ১১৭০৮ জন। আর পজিটিভ মৃত্যু পাঁচজনসহ হলো মোট ১৮৭ জন। মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭৪৪১ জন, চিকিৎসাধীন আছেন ৪০৮০ জন।

বৃহস্পতিবার করোনায় আক্রান্ত যে পাঁচজনের মৃত্যুর তথ্য জানা গেছে তারা হলেন : শাহরাস্তির বলশিদ গ্রামের ফেরদৌস কামাল (৪০), মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়া (৭৫), কচুয়ার মধুপুর গ্রামের রাফিজা (৪০), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শেফালীপাড়া রাঘরপুর গ্রামের রাহিমা (৭৫) ও শাহরাস্তির কালিয়াপাড়া গ্রামের মোঃ সেলিম (৪৮)। এরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২ আগস্ট থেকে ৫ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে বিভিন্ন সময় মারা যান। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়