বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় চাঁদপুর জেলার সর্বত্র মিলাদ ও দোয়া মাহফিল
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় চাঁদপুর জেলার সর্বত্র মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহর ছাড়াও হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, হাইমচর এবং সদর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বাদজুমা জেলার সকল বড় বড় মসজিদসহ পাড়া-মহল্লার প্রায় সকল মসজিদে অনুষ্ঠিত হয় এসব দোয়া মাহফিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও দলের অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও অনেকে ব্যক্তিগত উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এছাড়া চাঁদপুর পৌরসভার কাউন্সিলরদের ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এসব দোয়া অনুষ্ঠানে দলের নেতা-কর্মী ছাড়াও ওলামায়ে কেরাম এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন। সকলে মেয়র জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন। এছাড়া এসব দোয়ানুষ্ঠানে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ তাঁদের পরিবারের সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়।

পৌর আওয়ামী লীগ

গতকাল ৬ আগস্ট শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের বেগম জামে মসজিদে পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, সদস্য অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ মন্টু দেওয়ান, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তানভীর হোসেন কবির পাটোয়ারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন মন্টু, সহ দপ্তর সম্পাদক মজিবুর রহমান মজু, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেনসহ নেতৃবৃন্দ।

এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। মোনাজাতে মেয়র জিল্লুর রহমান জুয়েলের আশু সুস্থতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং করোনা থেকে চাঁদপুরসহ সারাদেশের জনগণকে রক্ষার জন্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শক্রমে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

পুরাণবাজারে স্বেচ্ছাসেবক লীগ

চাঁদপুর শহরের পুরাণবাজার বড় মসজিদে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নতুন কমিটির শুভ কামনা, জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য ও করোনায় আক্রান্ত চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬ আগস্ট শুক্রবার জুমাবাদ পুরাণবাজার ঐতিহাসিক বড় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহীম খলীল।

উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য নাছির খান, নবগঠিত চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রুবেল মিজি, ইমান গাজী, রনি, মিলন, যুবলীগ নেতা হামজালা শেখসহ দলের অন্যান্য নেতা-কর্মী এবং মুসল্লিগণ। এছাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির পক্ষ থেকে মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শহরের বিভিন্ন মসজিদ

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এ খবর পৌর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন ওয়ার্ডের মসজিদগুলোতে গতকাল বাদ জুমা ও আসর নামাজের পর মেয়রের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ মোহাম্মদীয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক অলিউল্লাহ পলাশ জানান, আমাদের মেয়র মহোদয় অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় আমাদের মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ওয়্যারলেস মুন্সিবাড়ি রহমানিয়া জামে মসজিদ, চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, বাইতুস সালাম জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে দোয়া অনুষ্ঠানের খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়