প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
মানবিক কারণে পুলিশ সুপারের নির্দেশে চলমান লকডাউনে জব্দকৃত গাড়িগুলো ছেড়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে চাঁদপুর স্টেডিয়ামে রাখা ২৬১টি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য গাড়ি চালকের কাছে বুঝিয়ে দেয়া হয় বলে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঈদ পরবর্তী চৌদ্দ দিনের কঠোর বিধি-নিষেধ আরোপ করে। তা অমান্য করে শহরে যেসব যানবাহন চলাচল করেছে, চেকপোস্টে তেমন প্রায় আড়াইশ’র বেশি সিএনজি অটোরিকশা, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন আটক করা হয়।
তিনি বলেন, মানবিক কারণে এবং গাড়িগুলোর যন্ত্রাংশ ও ব্যাটারী নষ্ট হতে পারে এ বিবেচনায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জরিমানা ছাড়াই গাড়িগুলো ছেড়ে দেয়া হয়েছে। এই গাড়িগুলো যাতে লকডাউনে আবার নামতে না পারে সেজন্যে মার্কিং করে দেয়া হয়।