বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

হাইমচর রেস্টহাউজ ও ডাকবাংলোকে ফিল্ড হাসপাতাল করার দাবি
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর করোনার হটস্পট। সংক্রমণ শহর থেকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে হাইমচর উপজেলায় করোনা ও উপসর্গে আক্রান্ত বেড়েই চলেছে। ইতিমধ্যে অনেকে মারাও গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রোগী চিকিৎসা সেবা না পেয়ে বাড়িতেই ছটফট করছে।

বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কাজ চলমান থাকায় এখানে করোনা চিকিৎসা ব্যাহত হচ্ছে। হাইমচরবাসীকে করোনাকালীন চিকিৎসা সেবা অব্যাহতভাবে প্রদানের জন্য হাইমচর উপজেলা রেস্ট হাউস এবং ডাক বাংলোকে করোনা ফিল্ড হাসপাতালে রূপান্তরের দাবি উঠেছে।

এ বিষয়ে উদ্যোগ নেয়ার জন্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে খোলা চিঠি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছে। বিষয়টি যৌক্তিক দাবি মনে করে অনেকে মন্তব্যও করেছেন।

খোলা চিঠিতে উল্লেখ করা হয় : বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান থাকায় হাইমচরবাসীর করোনা চিকিৎসা ব্যাহত হচ্ছে। শত শত করোনা রোগী সঠিক চিকিৎসা না পেয়ে বাসা-বাড়িতে ছটফট করছে, আর প্রতিদিন ৪/৫ জন করে মারা যাচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করোনা রোগীকে অক্সিজেন দিতে পারলেও তা পর্যাপ্ত নয় এবং রোগীদের শারীরিক অবস্থার পরিবর্তন হলে সঠিক কোনো সিদ্ধান্ত স্বেচ্ছাসেবী সংগঠন দিতে পারে না। কিন্তু তারা যথেষ্ট আন্তরিকতার সাথে সেবা প্রদান করে যাচ্ছে ।

হাইমচরবাসীকে করোনা থেকে বাঁচানোর জন্যে উপজেলা রেস্টহাউজ ও ডাকবাংলোকে কয়েক শয্যার ফিল্ড হাসপাতালে রূপান্তর করে সঠিক চিকিৎসা সেবা প্রদানের জন্যে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়