বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন করোনা রোগীদের সেবায় এগিয়ে আসতে হবে
স্টাফ রিপোর্টার ॥

করোনাকালীন মাহামারিতে চাঁদপুরবাসীর চিকিৎসা সহায়তায় ‘কুইক সার্ভিস’ নিয়ে এগিয়ে এসেছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। ৬ আগস্ট শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই কুইক সার্ভিস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অনুষ্ঠানে ভিডিওকলের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপু।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও, করোনার ফোকাল পার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, কুইক সার্ভিসের প্যানেল চিকিৎসক ডাঃ তৌহিদুল ইসলাম ও স্থানীয় সমন্বয়কারী জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, চাঁদপুরে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আমাদের অসচেতনতার কারণে এটি হয়েছে। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন করোনা রোগীদের সেবায় এগিয়ে এসেছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, চাঁদপুরবাসীর সেবায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কুইক সার্ভিস নামের এ উদ্যোগকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এক্ষেত্রে জেলা প্রশাসনের যদি কোনো সহযোগীতা প্রয়োজন তা আমি করব।

জেলা প্রশাসক আরো বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেনো নিয়ম-কানুন জেনে অক্সিজেন সেবা দেন। এ ক্ষেত্রে রোগী এবং সেবা দানকারী উভয়কে নিজেদের স্বাস্থ্যবিধির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেন, চাঁদপুর করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে সরকারি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। এটি সত্যিই একটি মহৎ কাজ। আজকে ঢাকা চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এগিয়ে এসেছে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি যেকোনো সহায়তায় এ সংগঠনের পাশে থাকবো।

ডাঃ জেআর ওয়াদুদ টিপু আরো বলেন, অক্সিজেন সেবা দেয়ার ক্ষেত্রে স্বেচ্ছাসেবীরা অবশ্যই যেন ডাক্তারের পরামর্শ নেয়। কারণ সঠিক নিয়ম না জানলে, সেবা দিতে গিয়ে উল্টো ক্ষতির সম্ভাবনা রয়েছে। সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। তিনি চিকিৎসকের পরামর্শ নিয় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি শাহেদুল হক মোর্শেদ, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য ও বিডি সমাচার-এর সম্পাদক মহসিন হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভিডিও বার্তায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপ-সম্পাদক মিজান মালিক।

এদিকে, চাঁদপুর চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানিয়েছেন, এই ‘কুইক সার্ভিস’-এর সাথে সম্পৃক্ত সকল সদস্যকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের উপর প্রশিক্ষণ দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়