প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০
হাজীগঞ্জের নিখোঁজ যুবক রাশেদকে উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কেনো রাশেদ এমন আবেগঘন স্ট্যাটাস ফেসবুকে দেয় এবং কেনো সে আত্মহত্যার কথা বলে নিজেকে আত্মগোপন করে। রাশেদকে বৃহস্পতিবার ভোরে এই উপজেলার ৪নং ইউনিয়নের ওড়পুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।
রাশেদ যাদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় সে পরিবারের সাথে কথা বলে জানা যায়, রাশেদ একসময় সেলিনার ছেলে-মেয়েদের প্রাইভেট পড়াতো। সে সুবাদে রাশেদ সেলিনার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। রাশেদ সুকৌশলে সেলিনার মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে নেয় এবং বিভিন্ন সময়ে সে ব্যক্তিগত ছবি ও ভিডিও দিয়ে সেলিনাকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিতো। এছাড়াও সেলিনাকে প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে রাশেদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তার বাবার কাছে নালিশ করে সেলিনা ও তার পরিবার। এ নিয়ে এলাকায় সালিস-বৈঠকও হয়। তারপরও রাশেদ উত্ত্যক্ত করতো। বাধ্য হয়ে রাশেদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় অভিযোগ করেন সেলিনা। থানায় অভিযোগ করায় সে ফেসবুকে আত্মহত্যার কথা বলে স্ট্যাটাস দেয়। রাশেদের ফেসবুক স্ট্যাটাসটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ওই পরিবার।
রাশেদের উদ্ধারের কথা চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার এসআই মোঃ সেলিম মিয়া। তিনি বলেন, আমি আমার উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নিবো।
রাশেদের কর্মস্থল মাই কম্পিউটারের মালিক মানিক চাঁদপুর কণ্ঠকে জানান, ভোরে ৪নং কালচোঁ ইউনিয়নের একটি গ্রামে রাশেদকে পাওয়া যায়। আমরা সেখান থেকে তাকে নিয়ে আসি। বর্তমানে রাশেদ তার বাসায় রয়েছে।
এর আগে রাশেদ গত সোমবার তার ফেসবুকে আত্মহত্যার আবেগঘন স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ ছেলেকে পেতে তার বাবা মঙ্গলবার হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।