প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০
আগামী ৮ আগস্ট দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল ৭ আগস্ট চাঁদপুরের ৭ উপজেলায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
দৈনিক চাঁদপুর দর্পণের প্রত্যেক উপজেলার অফিস প্রধানের নেতৃত্বে প্রতিনিধিগণ এ দোয়ার আয়োজন করবে বলে জানিয়েছেন। হাজীগঞ্জ বড় মসজিদেও দোয়ার আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে দৈনিক চাঁদপুর দর্পণ পরিবারের পক্ষ থেকে আগামী ৮ আগস্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সরকারি কলেজ মসজিদে বাদ আছর বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ানুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকবৃন্দসহ সকলকে উপস্থিত থাকার জন্যে বিনীত অনুরোধ জানিয়েছেন দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী।