বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০

মতলব আমিরাবাদ বাজারে কোস্টগার্ডের সফল অভিযান
এম রহমান ॥

মতলব উত্তর উপজেলার আমিরাবাদ লঞ্চঘাট বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪৫০টি চাঁই জব্দ করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন। ৪ আগস্ট বুধবার দুপুরে বিভিন্ন দোকান এবং গুদামে তল্লাশি করে এসব অবৈধ জাল ও চায়না চাঁই জব্দ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে ৩টি দোকান এবং ২টি গোডাউন থেকে আনুমানিক ৩৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৫০টি চাঁই জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ এসব কারেন্ট জালের মূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা এবং চায়না চাইয়ের মূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেন জানান, আমাদের অভিযান শেষে জব্দকৃত জাল ও চাঁইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুরের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধকরণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়