বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০

মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর নলুয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় ৫ আগস্ট দুপুরে বিএইচএম আব্দুল্লাহ (২৬) নামের এক সাংবাদিক মারা গেছেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল ইউনানি কণ্ঠের মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি পৌরসভার উত্তর নলুয়া গ্রামের মোঃ আলী দেওয়ানের ছেলে।

এলাকাবাসী ও পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ৭টায় তার খামারের ছাগলের ঘাস (কলাপাতা) কাটতে বাড়ির উত্তরে বাইপাস সড়কের পাশে যান। এক পর্যায়ে ভীমরুল দেখে কামড়ের ভয়ে সড়কের মাঝে চলে আসেন। এ সময় পশ্চিম দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি পা এবং মাথায় গুরুতর আঘাত পান। এ সময় সিএনজি অটোরিকশার যাত্রী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে তাকে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। এ হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটে। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে গৌরীপুর (দাউদকান্দি) নামক স্থানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আব্দুল্লাহর বন্ধু মোঃ হাবীব চাঁদপুর কণ্ঠকে জানান, ও খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিলেন। আমরা একসাথে চাঁদপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স করেছি। একাধিক অনলাইন পোর্টালে সাংবাদিকতার পাশাপাশি সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লিখকদের দলিল টাইপের (কম্পিউটার অপারেটর হিসেবে) কাজ করতেন আব্দুল্লাহ।

সম্ভাবনাময় এ তরুণ সাংবাদিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চার ভাই ও এক বোনের মধ্যে আব্দুল্লাহ তৃতীয়। ছেলের এমন মৃত্যুতে মা ফাতেমা বেগম বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। তার আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

৫ আগস্ট বৃহস্পতিবার বাদ মাগরিব উত্তর নলুয়া সামাজিক মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়