প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেয়া আবার শুরু হচ্ছে। চাঁদপুরের ১৩ হাজার ৮শ’ ৭১ জন অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজের জন্যে অপেক্ষা করছেন। আজ ৬ আগস্ট শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেই টিকা চাঁদপুরে পৌঁছবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
চাঁদপুর কণ্ঠকে তিনি জানান, প্রথম ডোজ নেয়ার পর টিকার স্টক ফুরিয়ে যাওয়ায় চাঁদপুরের ১৩ হাজার ৮শ’ ৭১ জন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেনি। অবশেষে সেই টিকা দেশে এসেছে। আমরা চাঁদপুরের জন্যে ১২ হাজার টিকা বরাদ্দ পেয়েছি। সেই টিকা আজকে এসে পৌঁছাবে।
তিনি আরো বলেন, রোববার ও সোমবারের মধ্য শহরের লেডী প্রতিমা স্কুল বা আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে আলাদা বুথ করে বাদ পড়াদের অ্যাস্ট্রাজেনেকা টিকা দেয়া শুরু করবো। এ ব্যাপারে টিকাগ্রহীতারা মেসেজ পাবেন বলে জানান তিনি। পাশাপাশি রেজিস্ট্রেশনকৃতদের সিনোফার্মের প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া কার্যক্রমও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ভারত থেকে কোভিশিল্ড নামে পরিচিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে এর মজুদ শেষ হয়ে যায়। এ কারণে দ্বিতীয় ডোজ দিতে পারেননি ১৫ লাখ ২১ হাজারের বেশি সংখ্যক মানুষ। যার মধ্যে চাঁদপুরের ১৩ হাজার ৮শ’ ৭১ জন রয়েছে। বাংলাদেশে প্রায় দুই মাস বিরতির পর সেই টিকা দেশে আসায় আবারো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে।