বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ০০:০০

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সীমিত পরিসরে কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়াম সম্মুখে অস্থায়ীভাবে নির্মিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে জেলা প্রশাসন। পরে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর নেতৃত্বে জেলা পুলিশ, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটোয়ারীর নেতৃত্বে জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ. ওয়াদুদের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, চাঁদপুর সদর উপজেলা প্রশাসন, জেলা আনসার ভিডিপি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থাসহ সরকারি অন্য দপ্তর, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে শহরের লেকের পাড় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজেন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এরপর জেলা প্রশাসন ও আশিকাটিস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় ৬০ যুবকের মাঝে ১২০টি গাছের চারা বিতরণ করা হয় এবং দুটি বৃক্ষ রোপণ করা হয়।

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর স্টেডিয়াম হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়