বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের অক্সিজেন সেবা শুরু
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের উদ্যোগে করোনাক্রান্ত রোগীদের জন্যে অক্সিজেন সেবা শুরু হয়েছে। গতকাল ৩ আগস্ট মঙ্গলবার দুপুরে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের বাসভবন রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখিল গ্রামে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুম থেকে এ সেবা শুরু হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের হাতে হারুনুর রশিদের প্রতিনিধি মোঃ আতিকুর রহমান ও কোম্পানীর জিএম খালেদ মোহাম্মদ আলী অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন।

পরে জরুরি অক্সিজেন সেবা চালু উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপির সভাপতি নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল কোম্পানি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, উপজেলা যুবদল নেতা ফজলুর রহমান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এএমএম টুটুল পাটওয়ারী।

বক্তারা বলেন, লায়ন হারুনুর রশিদ ফরিদগঞ্জবাসীর জন্যে অতীতেও কাজ করে গেছেন। বর্তমানেও কাজ করছেন। জনপ্রতিনিধি থাকুন আর না থাকুন তিনি সবসময় মানুষের হিতে কাজ করে গেছেন। করোনাকালে সারাদেশের মতো ফরিদগঞ্জ উপজেলার মানুষ যখন অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছেন। আপাতত ১০টি সিলিন্ডার দিয়ে অক্সিজেন সেবা শুরু করছি। এরসাথে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কও সরবরাহ করেছেন তিনি। কন্ট্রোল রুম ছাড়া আমাদের নেতা-কর্মীরা প্রতিটি ইউনিয়নে মানুষদের সেবা দিবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আঃ কাদের পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ হোসেন পাটোয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলম, আঃ গাফফার আবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল পাটোয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়