বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুরে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সেনাবাহিনী
মিজানুর রহমান ॥

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চাঁদপুরে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। ৪৪ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৩ বীর এই আয়োজন করে।

এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবেলা করে আসছে। অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জঙ্গি দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক বিভিন্ন কার্যক্রমসহ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তাই বৈশ্বিক মাহামারি এই করোনার বিস্তারেও বাংলাদেশ সেনাবাহিনী অসহায় এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করছে।

তিনি বলেন, অতীতের মতো এখনো বাংলাদেশ সেনাবাহিনী তাদের জীবনবাজী রেখে মাঠে কাজ করছে।

সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

এ সময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিব উল করিম, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, কর্নেল ইমরু আল কায়েস, লেঃ কর্নেল খায়রুল ইসলাম, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুবুল আলম লিপন, র‌্যাবের কুমিল্লা-চাঁদপুরের কমান্ডার মেজর সাকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ সেনা ও বেসামরিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘করোনা ভাইরাস সংক্রমণরোধে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেন কুমিল্লার জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন। এ সময় চাঁদপুরে করোনা বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে তা তুলে ধরা হয়। একই সঙ্গে চাঁদপুরে করোনা সংক্রমণ ঠেকাতে অব্যাহত সহযোগিতার জন্যে বাংলাদেশ সেনাবাহিনীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

সভায় জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, পুলিশ সুপার, পৌর মেয়র, র‌্যাব কমান্ডার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্টগার্ড স্টেশন কমান্ডার ও আনসারের জেলা কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন।

সবশেষে সেনাবাহিনীর জিওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চাঁদপুরের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়ে শহরের লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং চাঁদপুর শহরে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা তিন নদীর মিলনস্থল নান্দনিক বড় স্টেশন মোলহেড এলাকা ঘুরে দেখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়