বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ০০:০০

মেয়র লিপন উদ্বোধন করলেন বনফুল সংঘের অক্সিজেন সেবা কার্যক্রম
কামরুজ্জামান টুটুল ॥

করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে হাজীগঞ্জের ঐতিহ্যবাহী সবুজ সংঘ। গত ক’দিন বহু করোনা রোগী যাদের শ্বাসকষ্ট দেখা দেয় তাদেরেকে অক্সিজেন দিয়ে সেবা দিয়ে আসছে সংগঠনটি। সোমবার থেকে হাজীগঞ্জের আরেকটি ঐতিহ্যবাহী সংগঠন ‘বনফুল সংঘ’ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু করেছে। এদিন উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুবণ্ডউলণ্ডআলম লিপন।

বনফুল সংঘের সভাপতি ড. মোহাম্মদ আলমগীর কবির পাটওয়ারীর সভাপ্রধানে ও সংগঠনের কার্যকরী সদস্য কাজী নূরুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বনফুল সংঘের সহণ্ডসভাপতি রোটাঃ আহসান হাবীব অরুণ ও রোটাঃ রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, সহণ্ডসাধারণ সম্পাদক কাজী ইবায়েদুর রহমান ও আনোয়ার হোসেন খান, সদস্য মাঈনুদ্দিন হোসেন রাজন, কাজী এহতেশাম হায়দার, খাবিবুর রহমান সৈকত, কবির হোসেন প্রমুখ।

হাজীগঞ্জ বনফুল সংঘ সূত্রে জানা গেছে, প্রথম অবস্থায় ১০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়া হবে। এক্ষেত্রে চিকিৎসকের প্রয়োজনীয় প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) নিয়ে বনফুল সংঘের কার্যালয়ে আসতে হবে। যারা অক্সিজেন সেবা নিতে ইচ্ছুক, তারা বিনামূল্যের অক্সিজেন সেবার আহ্বায়ক ০১৮১৯ণ্ড৬৮০৫৪৫, যুগ্ম আহ্বায়ক ০১৬১১ণ্ড৬১৫৯৬১, সদস্য ০১৮১৯ণ্ড৪৮৪৪৮৪, সদস্য ০১৬৭৪ণ্ড৪১৮৬০০, সদস্য ০১৬৩২ণ্ড৮২১১১৩, সদস্য ০১৭২৯ণ্ড৫৩৯৩৯৯ নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়