প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী দুদিনের সফরে আজ চাঁদপুরে আসছেন। তিনি আজ শুক্রবার ভোরে ঢাকা থেকে সড়ক পথে রওয়ানা হয়ে সকাল ৮টায় চাঁদপুর পৌঁছবেন। চিত্রলেখার নিজ বাসভবনে অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সকাল ৯টায় ফরক্কাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠানে যোগ দিবেন। দুপুরে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হান্নান মাস্টারের ছেলের বিয়েতে অংশ নেবেন এবং সন্ধ্যা ৬টায় বালিয়ায় স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। পরদিন বেশ ক’টি রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হবেন।