প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ০০:০০
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজেউন)। ২৯ অক্টোবর শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নিজ বাড়ি উপজেলার কাজিরকামতা পাটোয়ারী বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ কন্যা, ২ পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বেলা ১১টায় নিজ বাড়ি সংলগ্ন কাজিরকামতা বায়তুল মামুর জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। মরহুম মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী ১৯৪৩ সালে উপজেলার কাজিরকামতা পাটোয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ছায়েদ আলী পণ্ডিত।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধের পর মেহের উত্তর ইউনিয়নের রিলিফ কমিটির চেয়ারম্যান, পরবর্তীতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এবং সাবেক শিক্ষক ও কয়েক মেয়াদে গভর্নিংবডির সভাপতির দায়িত্ব পালন করেন। মেহের উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কয়েক মেয়াদে সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।