বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০

কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে কচুয়া পুলিশ প্রশাসনের আয়োজনে থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সাব-ইন্সপেক্টর দেলোয়ার হোসেন রাজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী।

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক প্রাণধন দেব, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, এম. আখতার হোসাইন, সালাম সওদাগর, রেজাউল মাওলা হেলাল, কমিউনিটি পুলিশিং কমিটির গোহট দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি শহীদউল্লাহ, কড়ইয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, সদস্য ফয়সাল হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন কচুয়া থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ, সেকেন্ড অফিসার মামুন অর রশিদ সরকার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অন্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে পালন করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়