বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০০:০০

তোমরা সত্য ও ন্যায়ের পথে থাকবে এবং দুর্নীতি করবে না
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সরকারি কলেজে ২৬ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় কলেজের অডিটরিয়ামে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ারের উপস্থাপনায় এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, তোমরা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। ভালো ও সুন্দরভাবে পরীক্ষা দিবে। সত্য ও ন্যায়ের পথে থাকবে এবং দুর্নীতি করবে না। পিতা-মাতা এবং শিক্ষকদের অবাধ্য হবে না।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২২-এ তোমরা অত্যন্ত সুষ্ঠু, সুন্দরভাবে এবং সুস্থ থেকে পরীক্ষা দাও-এই আমাদের কামনা। গত বছর চাঁদপুর সরকারি কলেজ অত্যন্ত ভালো ফলাফল করেছে এবং আশা করছি তোমরা সেই ধারা অব্যাহত রাখবে। তোমরা সফল হও এবং সার্থক হও।

বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কলেজের কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ নিজামুল হক। বার্ষিক মিলাদ ও দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়