বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০

কিছু কিছু ক্ষেত্রে সরকারের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির কোষাধ্যক্ষ, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও পশ্চিম সকদী মাদানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ, বাগাদী গ্রামের বাসিন্দা মোঃ জাকির হোসেন হিরু বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে সরকারের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে হয়। তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর কণ্ঠের সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হয়ে এ কথা বলেন।

চাঁদপুর কণ্ঠ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?

জাকির হোসেন হিরু : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পর্যন্ত বেঁচে থাকতে পেরে আল্লাহ পাকের দরবারে শোকরিয়া আদায় করছি। মাগফিরাত কামনা করছি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বেঁচে নেই। আর যারা বেঁচে আছেন তাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করি।

চাঁদপুর কণ্ঠ : দেশের অগ্রগতি নিয়ে আপনার মূল্যায়ন কী?

জাকির হোসেন হিরু : সরকার দলীয় কিছু নেতার আচরণে সরকারের সুনাম ক্ষুণœ হচ্ছে। দেশ উন্নতির শীর্ষে এগিয়ে যাচ্ছে।

চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো অতৃপ্তি আছে কি?

জাকির হোসেন হিরু : দেশকে নিয়ে আমার অতৃপ্তি নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকারের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে হয়। সরকারের ক্ষমতা গ্রহণের পর যারা দলে অনুপ্রবেশকারী, তাদের কারণে জনসন্তোষ অর্জন বাধাগ্রস্ত বলে অনেকে মন্তব্য করতে দেখা যায়।

চাঁদপুর কণ্ঠ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনি কাদেরকে বেশি স্মরণ করতে চান?

জাকির হোসেন হিরু : মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন এবং অংশগ্রহণ করেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি।

চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।

জাকির হোসেন হিরু : যারা এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে ঐক্যবদ্ধ করে পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছে আমরা সকলে মিলে মিশে তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসা প্রয়োজন। এতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি পাবে। আর যাঁরা বেঁচে আছেন তাদের মনে তৃপ্তি আসবে। বর্তমান মহামারী করোনার দ্বিতীয় ধাপে সকলে সুস্থ থাকুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, আল্লাহর সাহায্য কামনা করুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়