প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, আবহমানকাল থেকে এদেশে সম্প্রীতির সুবাবাতাস বইছে। একে অপরের ধর্মীয় উৎসবে যোগ দিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আসছে। পরস্পরের প্রতি সহমর্মিতার কারণে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের চেয়েও শান্তিপ্রিয় জন্মভূমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বাধীন দেশ উপহার দিয়ে সেই স্বপ্নের সফল বাস্তবায়ন করেছেন। তাঁরই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। যদিও অসুররূপী অপশক্তিগুলো নানাভাবে উস্কানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার নীলনকশা বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু আমরা যারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি, তাঁরা বেঁচে থাকতে তাদের কোনো চেষ্টাকে সফল হতে দেয়া যাবে না।
মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ দুটি পূজামণ্ডপ পরিদর্শনকালে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র আবুল খায়ের পাটওয়ারী এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আঃ মান্নান পরান, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর জাকির হোসেন গাজী, মোহাম্মদ হোসেন, কাউন্সিলর জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, দাসপাড়া যুবসংঘের সভাপতি পরেশ দাস, সম্পাদক লিটন কুমার দাস, শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউড় মন্দিরের সাধারণ সম্পাদক উৎপল সাহা, সদস্য শ্যামল মজুমদার, রতন দাস, দিলীপ রায় প্রমুখ।