বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

আমাকে বিজয়ী করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউছুফ গাজীর সাথে এক মতবিনিময় সভা গতকাল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ মোহাম্মদ হেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি জননেত্রী শেখ হাসিনা মনোনীত চেয়ারম্যান প্রার্থী। জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবেন, মনোনয়ন না পেলে বিরোধিতা করবেন এরা কারা-তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা খন্দকার মোস্তাকের অনুসারী, আওয়ামী লীগ করবেন অথচ নেত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করবেন, এটা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ২৯টি জেলার প্রার্থীকে নানা অভিযোগের কারণে মনোনয়ন দেয়া হয়নি।

ইউসুফ গাজী আরো বলেন, জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাকে পত্র দেয়া হয়েছে।

নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরে যাবার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমাকে বিজয়ী করা মানে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করা। জেলা পরিষদের নির্বাচনে বিজয় মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করা।

তিনি বলেন, আমরা কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা জানি এক সময় কোনো এক নেতা বাসা ভাড়ার টাকা দিতে পারতেন না। তিনি এখন ৬ তলা ভবন ও সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট বাড়ির মালিক। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন চাইবেন, আবার তাঁর নির্দেশ উপেক্ষা করে নির্বাচন করবেন, তা হবে না। আগামী জেলা পরিষদ নির্বাচনে দলের সকল স্তরের নেতা-কর্মীদের দলের পক্ষে কাজ করার আহ্বান তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটোয়ারী, জাহিদুর রহমান জাহিদ, মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মাইনুদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, সদস্য শুভাশীস ঘোষ বসু, আবু সায়েম, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য শ্যামলী আক্তার প্রমুখ।

আগামী ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন যথাযথভাবে উদ্‌যাপন এবং আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সভায় আলোচনা হয়। জরুরি সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়