বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রান্তের মরদেহ মায়ের কবরের পাশে দাফন করার পারিবারিক সিদ্ধান্ত
সেলিম রেজা ॥

চাঁদপুর সরকারি কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ নেতা মোঃ অহিদুর রহমান প্রান্ত (২২) নিখোঁজ হয় গত ২ সেপ্টেম্বর। সে হিসেবে ৯ দিন পর প্রান্তের লাশ শনাক্ত করা হয়েছে। পরিবার-পরিজন অনেক উদ্বেগ-উৎকণ্ঠা পেরিয়ে অবশেষে নিশ্চিত হয়েছে এটিই প্রান্তেরই লাশ। প্রান্তের পিতা মোঃ মাহবুবুর রহমান তার ভাইদের সাথে আলোচনাক্রমে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেন ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়ার পর প্রান্তের মরদেহ ভোলার তজুমুদ্দিন থেকে উত্তোলন করে চাঁদপুর নিয়ে আসা হবে এবং তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে নিখোঁজের আগে যাদের সাথে সর্বশেষ প্রান্তকে দেখা গেছে গত ১০ সেপ্টেম্বর তাদের ৫ জনকে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যায়, প্রান্ত নদীতে ডুবে গিয়ে মারা যায় এবং ভোলা জেলায় যে লাশটি পাওয়া যায় তা নিখোঁজ প্রান্তেরই। তার পরিবারের সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে, প্রান্ত এভাবে মারা যাবে। কারণ ঘটনার এতোদিন পর রহস্যের জট খুলেছে। কেনো তারা ঘটনার দিন জানাতে পারলো না প্রান্ত নদীতে পড়ে গেছে-এ আক্ষেপ তারা দূর করতে পারছে না। তার পিতা মোঃ মাহবুবুর রহমান মানসিক এবং শারীরিকভাবে ভেঙ্গে পড়েছেন। ছেলের জন্য পাগলপ্রায় প্রান্তের বাবা। প্রান্তের বড় ভাই তৌহিদুর রহমান জনি মেনে নিতে পারছে না তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি। অন্য কোনো রহস্য আছে কিনা তা যেনো পুলিশ প্রশাসন উদ্ঘাটন করেন। প্রান্তের স্ত্রী রূপাও তার স্বামীর মৃত্যুর বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার দাবি, প্রান্তকে নৌকা থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়া হয়েছে। সেজন্যে তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দাবি করেন রূপা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়