প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
শোকরিয়া মহান আল্লাহর
অশেষ কৃতজ্ঞতা নেত্রী এবং দীপু আপার প্রতি : মোঃ ইউসুফ গাজী
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর চাঁদপুর কণ্ঠের পক্ষ থেকে তাঁর সাথে যোগাযোগ করে এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
|আরো খবর
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ ইউসুফ গাজী বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি। একই সাথে আমার প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি এবং আমাদের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে আমি চাঁদপুর জেলার বৃহত্তর আওয়ামী পরিবারের সকল নেতা-কর্মীকে সাথে নিয়ে জয়লাভ করতে চাই। আমি এ জেলার সকল মাননীয় সংসদ সদস্য, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও ইউপি সদস্যের দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। আমি মনে করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জয় নিশ্চিত করতে হবে। তিনি চাঁদপুর প্রেসক্লাবসহ সকল পর্যায়ের মিডিয়ারও সহযোগিতা কামনা করেছেন।