বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

যক্ষ্মারোগ প্রতিরোধে ইমামদের নিয়ে চাঁদপুর নাটাবের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে যক্ষ্মারোগী শনাক্তকরণ ও যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমামদের নিয়ে নাটাবের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর রোটারী ক্লাবে বিভিন্ন মসজিদের ইমামগণকে নিয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চাঁদপুর জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। নাটাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ এমজি ফারুক ভূঁইয়ার সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ মাসুদ রানা।

নাটাবের ফিল্ড লেভেল স্টাফ মাসুদ হাসানের পরিচালনায় উপস্থিত ইমামণ্ডমুয়াজ্জিনদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ভাটেরগাঁও মুজাদ্দেদিয়া জামে মসজিদের পেশ ইমাম এমএম আমিন, বিষ্ণুপুর মদিনাবাজার বাইতুল আমিন জামে মসজিদের খতিব মুহাঃ আবু বকর বিন ফারুক, আল-হেলাল জামে মসজিদের ইমাম মোঃ আব্দুর রহমান গাজী, ইমাম জিল্লুর রহমানসহ অনেকে। ৩০ জন ইমাম এ মতবিনিময় সভায় অংশ নেন। এই সভায় বাংলাদেশের যক্ষ্মা রোগের বর্তমান চিত্র, চাঁদপুর জেলার কার্যক্রম, ফুসফুসের যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা নিয়ন্ত্রণে করণীয় ও দায়িত্বসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, সম্পূর্ণ বিনা খরচে রোগ নিরূপণ ও চিকিৎসা করা হলেও গ্রামের অনেক মানুষ বিষয়টি সম্পর্কে অবহিত নন। বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এলে খুব কম সময়ের মধ্যে অন্যান্য রোগের মতো এই রোগটি নিয়ন্ত্রণ এমনকি নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে মসজিদের ইমাম সাহেবগণ শুক্রবার জুমআর নামাজের আগে খুৎবায় মাসে অন্তত একবার বিষয়টি নিয়ে মুসল্লিদের সাথে আলোচনা করতে পারেন। কারণ ইমাম সাহেবদের কথা মুসল্লিরা ভালো করে শোনেন। এভাবে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করলে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণ করা সহজতর হবে।

নাটাবের সভাপতি ডাঃ এমজি ফারুক ভূঁইয়া বলেন, সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরের যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই আমরা মতবিনিময় সভা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়