প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডঃ জাফর ইকবাল মুন্না চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তাঁর শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবো এই মর্মে ফেসবুকে একটা লেখা দিয়েছিলাম। তারপর আমার দলীয় নেতা-কর্মী, ছোট ভাই, বড় ভাই সবাই যেভাবে আমাকে সাহস দিয়েছিলেন, এর জন্যে সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। কারণ আমি কাউকে বলি নাই আমার জন্যে কিছু লিখেন। আপনারা যেভাবে আমাকে মনেপ্রাণে ভালোবাসা দিয়েছেন, এর চাইতে বড় কিছু আর নাই। চাঁদপুরের সাংবাদিক ভাইয়েরা যেভাবে আমার জন্য পত্রিকায় লিখেছেন সাংবাদিক ভাইদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আপনাদের ভালবাসায় আমি সিক্ত, যা কখনো ভুলবার নয়। আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের মঙ্গল করুক।
জয় বাংলা