বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

১৩ সেপ্টেম্বর থেকে চাঁদপুর সদর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ শুরু
মিজানুর রহমান ॥

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আগামী ১৩ সেপ্টেম্বর থেকে তিন সপ্তাহের জন্যে চাঁদপুর সদর উপজেলা ও পৌর এলাকায় শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদণ্ড২০২২-এর কার্যক্রম।

এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হকের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চাঁদপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

সভায় ভোটার তালিকা হালনাগদকরণ, নতুন ভোটার নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সে বিষয়ে নানা আলোচনা ও মতামত পেশ, ভোটার নিবন্ধনের ফরম পূরণ করার জন্য যেসব প্রস্তুতি গ্রহণ সে বিষয়ে ধারণাসহ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা হতে কর্তনসহ নানা বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদণ্ড২০২২, চাঁদপুর সদর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে আগামী ১৩/০৯/২০২২ মঙ্গলবার থেকে (৩ সপ্তাহ চলমান থাকবে) ৷

নতুন ভোটার হইতে যা যা লাগবে :

জন্ম তারিখ ০১-০১- ২০০৭ সাল, অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা ও মাতার আইডি (এনআইডি) ফটোকপি, স্বামী/স্ত্রীর আইডি ফটোকপি, শিক্ষা সনদের ফটোকপি, রক্তের গ্রুপ পরীক্ষার সার্টিফিকেট, হোল্ডিং টেক্স রিসিটের ফটোকপি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র।

বিঃ দ্রঃ : যাদের জন্ম সনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্ম সনদ অনলাইন করে নেবেন। যাদের জন্মসনদ অনলাইন আছে কিন্তু সার্টিফিকেটের সাথে মিল নেই ভুল আছে তারা অতি দ্রুত সংশোধনের করে নেবেন ৷ উপরোক্ত অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে রাখার জন্য অনুরোধ করা গেল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়