বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

আওয়ামী লীগে প্রার্থীর ভিড় ॥ অংশ নিচ্ছে না বিএনপি ও জাতীয় পার্টি
স্টাফ রিপোর্টার ॥

আগামী ১৭ অক্টোবর দ্বিতীয় বারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরেও চলছে নানা আলোচনা ও তোড়জোড়। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন এবং কে হচ্ছেন আগামীর জেলা পরিষদ চেয়ারম্যান-এমন নানা গুঞ্জন ও দলীয় মনোনয়নের প্রত্যাশায় প্রার্থীরা বেশ ব্যস্ত সময় পার করছেন। অবশ্য এবারের জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে অংশগ্রহণ করছে।

ইতোমধ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে জেলা পরিষদ নির্বাচনে তাদের কেউ অংশ গ্রহণ করছে না। একইভাবে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে এ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি দল আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে লড়ার জন্যে দলীয় প্রার্থী হওয়ার বহর বড়। দিনদিনই ২/১ জনের নাম নতুন করে যোগ হচ্ছে। এদের মধ্যে দলের নতুন, পুরানো এবং সাবেকরা রয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক ব্যবসায়ী শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা দেন।

ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মনজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া ও তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দুবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আহছান হাবীব প্রমুখ। স্বতন্ত্র হয়ে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী জাকির হোসেন প্রধানীয়া, যিনি হাজীগঞ্জস্থ ও অস্ট্রেলিয়াস্থ নারগিস ফুড প্যাভিলিয়নের মালিক।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এ সংবাদ লিখা পর্যন্ত জেলা পরিষদের বর্তমান প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, সহ-সভাপতি মনজুর আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া ও তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র তুলে আবার একই স্থানে জমা দিয়েছেন বলে জানা গেছে। এছড়াও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের একটাই কথা, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে দেবেন দলীয় মনোনয়ন, আমরা তাকেই সমর্থন করবো।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বলেন, যেহেতু জেলা পরিষদ নির্বাচনে আমরা সকলে একই আদর্শের রাজনীতিতে বিশ্বাসী এবং একই আদর্শের রাজনীতি করছি, তাই দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যাচ্ছি না।

উল্লেখ্য, আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসের ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা পরিষদের নির্বাচন। চলতি মাসের ১৫ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই। ১৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আপিল শুনানি, ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি; ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়