রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০

অবসরপ্রাপ্ত রেল প্রকৌশলী কাজী মিজানের ইন্তেকাল

অবসরপ্রাপ্ত রেল প্রকৌশলী কাজী মিজানের ইন্তেকাল
কামরুজ্জামান টুটুল ॥

বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী কাজী মোঃ মিজানুর রহমান (৬০) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে......রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ বলাখাল কাজী বাড়ির মৃত কাজী ওমর আলীর সন্তান।

সম্প্রতি তিনি নিজ বাড়িতে অসুস্থ বোধ করলে গত শনিবার চাঁদপুর জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেন। পরের দিন রোববার তার রিপোর্ট পজিটিভ আসলে সেদিনই তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে নেয়া হয়। এরপর আরো উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইমপালস্ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৩টায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতেই প্রকৌশলী মোঃ মিজানুর রহমানকে বলাখাল কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।

উল্লেখ্য, কাজী মিজানুর রহমান ছিলেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের জেঠাত ভাইয়ের মেঝো পুত্র। তাঁর মৃত্যুতে কাজী বাড়িসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়