প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
মিশন হিমালয়া-২০২২-এর বুট ক্যাম্পে চাঁদপুর থেকে অংশগ্রহণ করতে যাচ্ছে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী জয় ঘোষ। রোমাঞ্চকর মন আর পর্বতারোহণের স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২৫ জন তরুণ এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। তাদের নিয়ে আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর চারদিনের একটা ট্রেনিং বা বুট ক্যাম্প চট্টগ্রামের ফটিকছড়ির হাজারীখিলে অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরে জুনের ১৭ ও ১৮ তারিখ অডিশন হয় ঢাকায়। সেখানেই এই ২৫ জন তরুণকে বাছাই করা হয়।
এই প্রসঙ্গে জয় ঘোষ বলেন, ভ্রমণ করা তার অন্যতম শখ। এখন পর্যন্ত দেশের প্রায় ৩৭টি জেলা ঘুরে দেখার সুযোগ হয়েছে। দেশের অভ্যন্তরে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, নদীর মত প্রাকৃতিক সৌন্দর্যে রোমাঞ্চিত হলেও সাদা বরফের পর্বত যেনো স্বপ্নের ঠিকানা। তার মতো তরুণদের স¦প্নের ফেরিওয়ালা হয়েই রোপ-৪ প্রতিবছর মিশন হিমালয়া নামে এই প্রতিযোগিতার আয়োজন করে। এবারের অভিযানের নাম দেওয়া হয়েছে ‘মিশন হিমালয়া-২০২২’। এর আগে ২০১৮ ও ২০১৯-এ আরও দুবার দু জন করে মোট চারজনকে নিয়ে অভিযানে গেছে রোপ-৪। রোপ-৪ মূলত তরুণদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে পর্বতারোহণের জন্য প্রস্তুত করে তোলে। এ জন্য ধাপে ধাপে আছে কিছু কর্মযজ্ঞ। শুরুতেই নিবন্ধন করতে হয়। তারপর দুদিনের অডিশন। সেখানে বিচারকেরা থাকেন। তারা নিবন্ধনকারীর আগ্রহ দেখেন। পর্বতারোহণের জন্য তারা শারীরিক ও মানসিকভাবে কতটা প্রস্তুত সেটা পরখ করেন। এই অডিশন থেকে ২৫ জনকে বাছাই করা হয়। তাদের নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির হাজারীখিলে চার দিনের একটা ট্রেনিং বা বুটক্যাম্প হয়। এই বুট ক্যাম্পের খরচটা (৫ হাজার টাকা করে) অবশ্য শিক্ষার্থীদেরই বহন করতে হয়। এই ক্যাম্পে পর্বতারোহণ বিষয়ে মূল প্রশিক্ষণটা দেয়া হয়।
বুট ক্যাম্পেও বিচারক প্যানেল থাকে। এখানে বিচারকদের ভোট ৫০ শতাংশ, ছাত্রদের ২৫ আর ফেসবুক থেকে দর্শকদের ভোট নেয়া হয় বাকি ২৫ শতাংশ। এই ভোটাভুটি থেকে সেরা ৫ জনকে বাছাই করে নিয়ে যাওয়া হবে পরবর্তী ধাপে। মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরণায় পবর্তারোহণের প্রশিক্ষণ চলে। এটা এক দিনের প্রশিক্ষণ ক্যাম্প। এখান থেকে সেরা দুজনকে বাছাই করে নেয়া হবে নেপালে। সেখানে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে হিমালয়ের বেজ ক্যাম্প অবধি ঘুরে আসবেন। বেজক্যাম্প থেকে নেমে আরেকটু উঁচুতে কালাপাথার পাহাড়েও চড়বেন দুই বিজয়ী। নেপাল সফরে, পাহাড়ে ঘুরে বেড়াতে বিজয়ীদের নিজেদের কোনো খরচ লাগবে না। পুরোটাই বহন করবে রোপ-৪। ১৫ দিনের নেপাল সফরে দুজনের জন্য ১ লাখ ১০ হাজার টাকা করে খরচ পড়বে।