প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
সরকার প্রতিদিন রাজস্ব পায়। তবু আলো পায় না চাঁদপুর সেতু। সন্ধ্যা ঘনিয়ে আসা মাত্র এ সেতুটি অন্ধকারে ঢাকা পড়ে। কেবল যানবাহন চলাচল করার সময়ই যানবাহনের লাইটে সেতুটি আলোর মুখ দেখে। এ সেতুতে চুরি ও ছিনতাই পূর্বেও ঘটেছিলো। বর্তমানে প্রতিদিন রাত ৮টার পর সেতুর উপরে প্রায় সময় নারী-পুরুষকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া যায়, যা দৃষ্টিকটু। রাত ১টার সময়ও কখনো কখনো এমন দৃশ্য দেখা যায়। স্থানীয়রা জানান, সেতুর নিচে উত্তরপাড়ে অসামাজিক কাজ হয়। সেতু ও সেতু এলাকায় আলোর ব্যবস্থা থাকলে এমনটা হতো না।
সেতুতে ঘুরতে আসা আমেনা, সুমনা, নোমান, জাবেদ বলেন, কিছু যুবক-যুবতী সেতুতে ঘুরতে আসে নামে মাত্র। তারা যা করে তা অশ্লীলতা। সেতুতে আলোর ব্যবস্থা থাকলে এমনটা হতো না। এখানে কিছু বখাটে ছেলে আসে। এরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে। বিভিন্ন কথা বলে মোবাইল ফোন নম্বর চায়।
সচেতন মহলের দাবি, চাঁদপুর সেতুতে শীঘ্রই আলোর ব্যবস্থা করা হোক। তাহলে অপরাধ কমবে। সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকেও রক্ষা পাওয়া সম্ভব হবে।