প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, কোভিড-১৯-এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে খাদ্য ও জ্বালানি সঙ্কটে ফেলে দিয়েছে। এরমধ্যে আবার তাইওয়ানকে নিয়ে চীনের সাথে আমেরিকার স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। ফলে সামনের দিনগুলো আমাদের জন্য কঠিনতর হতে পারে। এখন আমরা ভালো আছি, তার মানে আমরা বেহিসেবী চলবো এটা হতে পারে না। আমাদের এখন থেকেই ভবিষ্যতের সঙ্কটের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই রেশনিং প্রথা শুরু হয়েছে। আমেরিকার মতো দেশে কর্মী ছাটাই চলছে।
তিনি বলেন, আমাদের কৃষির উপর নির্ভরতা বাড়াতে হবে। ছোটবেলায় আমি নিজেও মাঠে কাজ করেছি। খাদ্য উৎপাদন বাড়াতে নিজেদের অনাবাদী জমিকে আবাদের আওতায় নিয়ে আসতে হবে। জমি না থাকলে ছাদে শাক্সবজি লাগানোর ব্যবস্থা নিতে হবে। একসময় প্রযুক্তি ছাড়াই আমরা খাদ্য উৎপাদন করেছি। এখন প্রযুক্তি আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এছাড়া রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করলে একদিকে অর্থের সাশ্রয় হবে, অন্যদিকে বিষমুক্ত ফসল উৎপাদনের মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখতে সক্ষম হবো। মোটকথা ভবিষ্যতের খাদ্য সঙ্কট মোকাবেলায় আমাদের সকলকে কৃষি কাজে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি নামক রাজনৈতিক দলটি আবারো ধ্বংসাত্মক রাজনীতি করতে মাঠে নামছে। যারা ’৭১-এর পরাজিত শক্তি, ২০০৪ সালের গ্রেনেড হামলার ঘটনার মদদদানকারী সেই সব রাজনৈতিক দল মাঠে নেমে ক্ষতি ছাড়া লাভের কিছু করতে পারবে না। তাই দেশের স্বার্থে এদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকলকে মাঠে থেকে এদের প্রতিহত করতে হবে।
২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষিমেলা-২০২২ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুননেছার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন ও আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার।
এর আগে উপজেলা বিআরডিবি মাঠে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন মুহম্মদ শফিকুর রহমান এমপি। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।