প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের রেললাইনের পাশে অস্থায়ীভাবে গড়ে উঠা ছোট-বড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্তৃপক্ষ। ২০ জুলাই বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড়স্টেশন মোলহেড থেকে কোর্ট স্টেশন পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল করিম এ উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিজেদের উদ্যেগে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে যাবে এমন শর্তে ১২টি প্রতিষ্ঠানকে সর্তকমূলক ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।
কোর্ট স্টেশন এলাকার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্যাফে জামানকে ১ হাজার, ফল ব্যবসায়ী মুনাফ বেপারীকে ১ হাজার, সৈয়দ গাজী ওরফে লাদেনকে ১ হাজার, ফল ব্যবসায়ী মানিক বেপারীকে ৫শ’ ও দেলোয়ার হোসেন আখন্দকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা (এইও) শহীদুজ্জামান, চাঁদপুর স্টেশন মাস্টার শোয়েবুল শিকদার, লাকসামণ্ডচাঁদপুর ভূ-সম্পত্তির দায়িত্বরত কর্মকর্তা কানুনগো কাউছার হামিদ, জাকির হোসেন, এসআই (জিআরপি) তাফাজ্জল হোসেন, নিরাপত্তা ইনচার্জ (আরএনবি) মোঃ খোরশেদ আলমসহ সঙ্গীয় ফোর্স।
রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল করিম বলেন, চাঁদপুরে এ প্রথম বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনার মাধ্যমে রেলের জায়গা দখলমুক্ত করা হবে। সতর্কতা না মানলে পরবর্তীতে বড় ধরনের জরিমানা ও আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।