প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০
ছোবহানপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর হামলায় দু সহোদর রক্তাক্ত জখম হয়েছে। গতকাল ২২ জুলাই শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। এতে সহোদর শরীফ মাল ও ছিদ্দিক মাল আহত হয়েছে। বর্তমানে তারা আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেশী দেলু গাজীসহ ৮/১০ জন অতর্কিতভাবে তাদের ওপর এ হামলা চালায়।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ছোবহানপুর গ্রামের মাল বাড়ির মৃত বদরুজ্জামান মালের পরিবারের সাথে প্রতিবেশী গাজী বাড়ির ফজল গাজী পরিবারের পূর্ব বিরোধ ছিলো। এর আগেও শরীফ মালের পরিবারের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় আহত শরীফ মাল চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই শাহরিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।