সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০

ছেংগারচর পৌরসভার প্রশাসকের সহায়ক সদস্য নিয়োগ
মাহবুব আলম লাভলু ॥

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রশাসকের সহায়ক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

সহায়ক সদস্যরা হলেন : ১নং ওয়ার্ডে শামীমা আহম্মেদ, ২নং ওয়ার্ডে আলী নূর বেপারী, ৩নং ওয়ার্ডে শহীদ উল্লাহ সরকার, ৪নং ওয়ার্ডে মোঃ রেফায়েত উল্লাহ দর্জি, ৫নং ওয়ার্ডে বেগম রমা দত্ত, ৬নং ওয়ার্ডে কামরুজ্জামান ঢালী হারুন, ৭নং ওয়ার্ডে শাহ আলম সিদ্দিকী, ৮নং ওয়ার্ডে মফিজল শিকদার ও ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন।

২১ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ছেংগারচর পৌরসভার মেয়রের নির্ধারিত সময় শেষ হওয়ায় ২১ এপ্রিল পৌর প্রশাসক হিসেবে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহকে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ বিষয়ে ১নং ওয়ার্ডে শামীমা আহম্মেদ ও ৬নং ওয়ার্ডের কামরুজ্জামান ঢালী হারুন বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পাড়ি সেজন্যে সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে ছেংগারচর পৌরসভার প্রশাসক মোঃ হেদায়েত উল্লাহ বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩ ও ১ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নিয়োগকৃত প্রশাসনকে সহায়তা করার জন্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯জন প্রশাসকের সহায়ক নিয়োগ দেয়া হয়েছে। পৌরসভার উন্নয়নের জন্যে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়