প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের উদ্যোগে আয়োজিত পুনাক শিল্প ও পণ্য মেলা-২০২২-এর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার চাঁদপুর আউটার স্টেডিয়ামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মীর সভাপতিত্বে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, মোঃ সামছুল ইসলামণ্ডসিজিএম, চাঁদপুর, পুনাকের প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, (বিপিএম) বার, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের উদ্যোগে আয়োজিত পুনাক শিল্প ও পণ্য মেলা-২০২২-এর ব্যবস্থাপনায় সহযোগিতায় করায় মীম এন্টারপ্রাইজকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, পুনাক সহ-সভানেত্রী পূজা দাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন পিপিএম, রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গণের নেতৃবৃন্দ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুনাক চাঁদপুরের সদস্যগণ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী লায়লা।