প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
মুজিববর্ষ উপলক্ষে হাজীগঞ্জে জমিসহ ২৯ পরিবার পেলো পাকা দালানঘর। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল পরিবারের কাছে জমির দলিল ও নির্মিত ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য় ধাপের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে এ কাজ সম্পাদন করা হয়।
জাতীয়ভাবে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধনের পর উপজেলার ২৯ পরিবারের সদস্যদের হাতে প্রতীকী চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন ও নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
এর আগে এদিন সকালে জমিসহ গৃহ হস্তান্তরের অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম) এমপি।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসাইন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুণ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী, মিজানুর রহমান মিলন, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, নূরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নূরুর রহমান বেলাল, গিয়াসউদ্দিন বাচ্চু ও খোরশেদ আলম বকাউল।
আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, ভূমি ও গৃহপ্রাপ্ত পরিবারের লোকজন।