প্রকাশ : ২১ জুলাই ২০২২, ০০:০০
কচুয়ায় পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও আরিফুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মামুন (২৯)কে ৮০ পিস ইয়াবা ও মনির হোসেন (৫২)কে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী মামুন রামপুর গ্রামের মিয়াজী বাড়ির জুলফিকার আলীর পুত্র ও মনির হোসেন উজানী গ্রামের সিকদার বাড়ির ফজর আলীর ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।