প্রকাশ : ২০ জুলাই ২০২২, ০০:০০
১৯ জুলাই মঙ্গলবার হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের কাউন্সিলিং অনুষ্ঠান উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যার সভাপ্রধানে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা ডিগ্রি পাস কোর্স সফলতার সাথে শেষ করতে পারলে দেশের একজন প্রথম শ্রেণির নাগরিক হিসেবে গণ্য হবে। তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে বর্তমান সরকারের আমলে সুদণ্ডঘুষ ছাড়াই চাকুরি পাবে। পাশাপাশি ওঈঞ তে দক্ষ হতে পারলে দেশে-বিদেশে কর্মসংস্থান করে নিতে পারবে। তোমাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরে সমাধানের কথা বলে। অধ্যক্ষ মোহদয় প্রাথমিকভাবে তাদের অনেক সমস্যার সমাধান করে দেন।
তিনি বলেন, দেশ তথ্য-প্রযুক্তিখাতে যেভাবে এগিয়ে যাচ্ছে। তোমরা যদি তথ-প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে না পারো তাহলে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়বে।
শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ সেলিম, নাজমা বেগম, মোঃ বেলাল হোসেন, বিলকিস আরা বেগম, মোহাম্মদ সেলিম মিয়া, প্রভাষক মোঃ কামরুল হাছান, মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ আনিছুর রহমান।