সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জুলাই ২০২২, ০০:০০

মতলবে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন বিষয়ক অবহিতকরণ সভা
রেদওয়ান আহমেদ জাকির ॥

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পর্কে গণমাধ্যমকে অবহিতকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, যুগ্ম সম্পাদক মাহফুজ মল্লিক, রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলায় ১শ’ ৭৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে মতলব পৌরসভায় ১শ’ ৩৫ জন, ইউনিয়নগুলোতে ৪৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এছাড়া পৌরসভার চরপাথালিয়া আশ্রায়ন প্রকল্পে ১শ’ ৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ বরাদ্দ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন ১৯টি পরিবারের মধ্যে নির্মাণাধীন ঘরগুলো আগামী ২১ জুলাই হস্তান্তর করা হবে। এছাড়া মতলব দক্ষিণ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়