প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার লুধুয়া হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্কুলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত স্কুল মালিক দাবি করেছেন।
রোববার ১৭ জুলাই দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে এলাকার জনসাধারণ ও ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দু ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও স্কুলটির আসবাপত্র, বই, খাতা, ফার্নিচারসহ স্কুলের ৪টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। পরিকল্পিতভাবে আগুন লাগানো হতে পারে এমন ধারণা স্কুল কর্তৃপক্ষের।
এদিকে স্কুলটি অগ্নিকাণ্ডে ভস্মিভূত হওয়ায় স্কুলটি পুনরায় চালু করা এখন তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই উপজেলার লুধুয়া হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আঃ মান্নান স্কুলটি পুনঃপ্রতিষ্ঠিত করতে এলাকার দানশীল ব্যক্তি ও সরকারি সাহায্যের জন্য উপজেলা প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার মেধাভিত্তিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে লুধুয়া হলিচাইল্ড কিন্ডারগার্টেন স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। রোববার দিবাগত রাত ১২টার সময় এ অগ্নিকাণ্ডে স্কুলটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।