প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে চাঁদপুর পৌরসভার বিট নং ১৫ (১, ২ ও ৩নং ওয়ার্ড) সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বুধবার বেলা ১২টার সময় পুরাণবাজার নতুন রাস্তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।
বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশ চাঁদপুর অঞ্চল-২-এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ি নবাগত ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশ অঞ্চল-৮-এর সহ-সভাপতি শাহজাহান মাতাব্বর, চাঁদপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল গাজী, ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী ময়না বেগম, ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা বেগম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্থানীয় অপরাধ নির্মূলের মাধ্যমে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যে বিট পুলিশিং কাজ করছে।