প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
পূর্ণিমার জোর প্রভাবে চাঁদপুরে মেঘনার পানি জোয়ারে অস্বাভাবিক বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার বৈকালিক জোয়ারে মেঘনার পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। মেঘনার পানির বিপৎসীমা ৪ সেন্টিমিটার। বর্তমানে এই নদী দিয়ে ৩ দশমিক ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।
জানা যায়, গত দুদিন যাবৎ জোয়ারে মেঘনা, ধনাগোদা ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধির সময় নদীতীরের জনপদ, চরাঞ্চল দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অধিকাংশ স্থানের গ্রামবাসী পানিবন্দি হয়ে পড়েছেন। হাজার হাজার একর ফসলি জমিও পানির নিচে রয়েছে।
নদীতীরবর্তী বিভিন্ন স্থানে যোগাযোগ করে জানা যায়, জোয়ারের সময় চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের গ্যাংওয়ে নিমজ্জিত হয়ে পড়েছে। পাশাপাশি চাঁদপুর শহর রক্ষাবাঁধের পুরাণবাজার রণাগোয়াল এলাকার পরিস্থিতিও বিপজ্জনক। মুক্তিযোদ্ধা প্রয়াত নূর মোহাম্মদ বকাউলের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে বাঁধ ডুবে ওই স্থানের মাটির অংশ তলিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সচেতন মহলের মতে, যে কোনো দিন মেঘনার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীতীরবর্তী মানুষেরা ক্ষতির মুখে পড়বে। তাই এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পানি বিপৎসীমা অতিক্রম করলেও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।