সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০০:০০

মতলব উত্তরে মাস্ক নিয়ে মাঠে নৌপুলিশ
মাহবুব আলম লাভলু ॥

‘মাস্ক পড়ার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোহনপুর পশুর হাটে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে এই মাস্ক বিতরণ করেন চাঁদপুর অঞ্চল নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। তিনি কীভাবে মাস্ক ব্যবহার করলে করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা রাখা যায় এই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ক্রমান্বয়ে বাড়ছে। এজন্যে সকলকে সচেতন থাকতে হবে। পরিবারের সবাইকে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। ‘আসুন সবাই মাস্ক পরি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লেøাগানকে সামনে দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি । মাস্ক বিতরণকালে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ শরীফসহ অন্য নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, একজন বেপারী অনেক কষ্ট করে তার পশু পালন করে বিক্রির জন্যে নিয়ে আসেন। তার গরুর রশি ধরে টান দেয়া হবে, তা হবে না। সে যে হাটে ইচ্ছা সেই হাটেই যাবে। তাকে জোর করে কোথাও নামানো যাবে না। নৌপথে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি রোধে বাড়তি টহল ও নিরাপত্তা জোরদার করেছি। আশা করি কোথাও কোনো অভিযোগ থাকবে না, যদি কোনো অভিযোগ পাওয়া যায় বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

অভিযোগ থাকে, গরুর বেপারী তাদের ইচ্ছামতো হাটে যেতে চাইলেও অনেক সময় রশি টেনে তাদের জোর করে থামিয়ে গরু নামিয়ে নেয়া হয়। এ ধরনের কাজ করতে দেয়া হবে না। কেউ এ ধরনের চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। বেপারীরা যে হাটে ইচ্ছা সে হাটে গরু নামাবেন। সব প্রতিকূলতা উপেক্ষা করে নৌপুলিশ নৌপথে নিরাপত্তা প্রদান করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়