প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৪
আওয়ামী লীগ নেতা অ্যাড. জহিরের জামিন নামঞ্জুর
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. জহিরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে আইনজীবীরা তাঁর জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠান।
|আরো খবর
আদালত সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে গত ৪ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়। অ্যাড. জহিরুল ইসলামের পক্ষে আদালতে জামিন প্রার্থনা করেন অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. জসিম উদ্দিন মিঠু, অ্যাড. রোমানা আফরোজ, অ্যাড. নজরুল ইসলামসহ অন্য আইনজীবীরা।
উল্লেখ্য, অ্যাড. মো. জহিরুল ইসলামকে রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ২টায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া সঙ্গীয় ফোর্সসহ চেয়ারম্যানঘাট এলাকা থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে আদালতে স্ত্রী হত্যার মামলা চলমান।