মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২১

হকার্স মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারী জখমের ঘটনায় মামলা আরেক আসামী সুজন আটক

গোলাম মোস্তফা ॥
হকার্স মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারী জখমের ঘটনায় মামলা  আরেক আসামী সুজন আটক
হকার্স মাকেট ব্যবসায়ী ও কর্মচারীর উপর হামলার ঘটনায় আটক সুজন।

চাঁদপুর শহরের বৃহৎ মার্কেট রেলওয়ে হকার্স মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত মামলার ২নং আসামী সুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি ২৫) বিকেলে মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হকার্স মার্কেটের পেছনে রেললাইনের পাশ থেকে সুজনকে আটক করা হয়। সুজন কালিবাড়ি কোর্ট স্টেশন এলাকার চায়ের দোকানদার বাচ্চুর ছেলে।

এর পূর্বে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মিন্টু দত্ত সাহসিকতার পরিচয় দিয়ে কোড়ালিয়া এলাকা থেকে পুকুরে ঝাঁপ দিয়ে এ মামলার আরেক আসামী সুমন সূত্রধরকে আটক করতে সক্ষম হন। একই দিনে মডেল থানার ওসি মো. বাহার মিয়া পশ্চিম বিষ্ণুদী মাতাব্বর বাড়ি রোডে অভিযান চালিয়ে এই মামলার আরেক আসামী কাউসার মিজিকে আটক করেন। পরে এসব আসামীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হলে আদালত থেকে আসামীরা জামিন নেয়।

ঘটনা সূত্রে জানা যায়, চাঁদপুর হকার্স মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলার এজাহারে উল্লেখিত আসামীরাসহ ১০/১৫ অজ্ঞাত তরুণ দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে ব্যবসায়ী ও কর্মচারীকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। অপরদিকে এ ঘটনার পর উক্ত মার্কেট ব্যবসায়ী ও কর্মচারীরা মার্কেট এবং ব্যবসায়ীদের নিরাপত্তা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ১দিন মার্কেট বন্ধ রাখেন এবং প্রতিবাদ সমাবেশ করেন।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, মামলা দায়েরের পর আমরা ঘটনার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের গ্রেফতারে মাঠে নামি। সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত ঘটনায় জড়িত তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকি যারা রয়েছে তাদেরকে খুব দ্রুত আটক করতে সক্ষম হবেন বলে আশ্বস্ত করেন এই পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়