সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৮

হাজীগঞ্জের বিদায়ী ইউএনও তাপস শীল: শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত এক প্রশাসক

শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয়ে ইউএনও তাপস শীল

মো.জাকির হোসেন
শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয়ে ইউএনও তাপস শীল
ছবি : হাজীগঞ্জের বিদায়ী ইউএনও তাপস শীলকে ক্রেস্ট প্রদান করছেন প্রতিষ্ঠানের প্রধানরা।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনায় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিতি এক আবেগঘন পরিবেশ তৈরি করে।

এক বছরেই জনপ্রিয়তা, বিদায়েও শ্রদ্ধার বন্যা: ২০২৩ সালের ১২ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তাপস শীল। এক বছরেরও কম সময়ে তিনি উপজেলার শিক্ষা, প্রশাসন ও উন্নয়নমূলক কার্যক্রমে বেশ সাড়া ফেলেন। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতায় শিক্ষক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির, সঞ্চালনা করেন বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী নাসির।

বিদায়ী বক্তব্যে কৃতজ্ঞতা ও ভবিষ্যতের বার্তা: বিদায়ী ইউএনও তাপস শীল বলেন, "হাজীগঞ্জের মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে। এই ভালোবাসা আমাকে চিরকাল মনে রাখতে হবে। আমি সবসময় হাজীগঞ্জবাসীর পাশে থাকব।"

তিনি নতুন কর্মস্থল সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগ দিচ্ছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,হাজীগঞ্জ সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, বলাখাল জেএন কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম,বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. আনিসুর রহমান, বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. মিজানুর আশ্রাফী, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস,পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

শিক্ষকদের প্রতিক্রিয়া: "একজন নিবেদিতপ্রাণ প্রশাসককে হারালাম" অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, ইউএনও তাপস শীল ছিলেন একজন সহজ-সরল, মেধাবী এবং দায়িত্বপরায়ণ কর্মকর্তা। তাঁর আন্তরিকতা ও উদ্ভাবনী চিন্তাধারা হাজীগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে নতুন গতিতে নিয়ে গিয়েছিল।

শেষ কথায় বিদায়ী ইউএনও: অনুষ্ঠান শেষে তাপস শীল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "শিক্ষকরা জাতির মেরুদণ্ড। আপনাদের পরামর্শ ও দোয়া নিয়ে আমি নতুন কর্মস্থলে কাজ করতে চাই।"

হাজীগঞ্জবাসী তাঁকে নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়