প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর আনন্দ ভ্রমণ
সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ও মিনি কক্সবাজারে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি কাজী শাহাদাতের নেতৃত্বে প্রায় চল্লিশ সদস্যের একটি দল এই আনন্দ ভ্রমণে অংশ নেয়। এই ভ্রমণ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জিতু মিয়া বেপারী ও সদস্য সচিব কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং গুয়াখোলা মহল্লা কমিটির সভাপতি শাহজাহান সিদ্দিকীর আতিথেয়তায় এই আনন্দ ভ্রমণে অঞ্চল কমিটির নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণের সুযোগ পায়।
এই আনন্দ ভ্রমণ সম্পন্নে ভেন্যু দিয়ে সহযোগিতা করেন রাজরাজেশ্বর মোজাফ্ফরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এ এইচ এম হাবিব উল্লাহ। অঞ্চল নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য যারা অংশ নেন, তারা হচ্ছেন সহ-সভাপতি দিলদার হোসেন খান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা, মহিলা সম্পাদক মাহমুদা খানম, নির্বাহী সদস্য নূরজাহান সেতু, জসিমউদ্দিন পাটোয়ারী, আব্দুল মোতালেব মিলন, শাহ মো. জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, স্বর্ণ ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব সহ পরিবারের সদস্যবৃন্দ।