প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫
পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
খেলাকে পুঁজি করে কোনো দুষ্কৃতকারী মহল যেনো তাদের ফায়দা লুটতে না পারে : উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসর উদ্বোধন হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে পাইকপাড়া গোবিন্দ ইউজি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। পাইকপাড়া বন্ধু মহল স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ানুরাগী আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও টুর্নামেন্টের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম পাখির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ কলাবাগান বাজার পরিচালক, ক্রীড়া সংগঠক মো. আহসান হাবিব, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন মোল্লা, উপজেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ রাশেদুল বাবু, সৌদি প্রবাসী মো. মনির হোসেন পাটওয়ারী, দুবাই প্রবাসী মো. রবিউল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জিয়াউর রহমান জিয়া, আনোয়ার হোসেন সজীব, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ খান, সাগর, আলাউদ্দিন ও ফাহাদসহ অন্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা গত ৫ আগস্ট ছাত্র-আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।
বক্তারা বলেন, সমাজকে মাদক ও সকল প্রকার অপরাধ থেকে মুক্ত রাখার জন্যে এ ধরনের খেলাধুলা আয়োজনে এখনকার মতো আগামীতেও সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আপনাদের কাছে আমার আহ্বান, খেলাকে পুঁজি করে কোনো দুষ্কৃতকারী মহল যেনো তাদের ফায়দা লুটতে না পারে। এ সময় পাইকপাড়া বন্ধু মহল ক্রিকেট টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ব্লাক রাইডার পশ্চিম রূপসা ও পাটওয়ারী বাজার স্পোর্টিং ক্লাব। টসে জিতে পাটওয়ারী বাজার স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ ব্লাক রাইডার পশ্চিম রূপসাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়৷